আবদুল গফুর গুলির পূর্ব মুহূর্তে শ্লোগান দেন “জয় বাংলা”

আবদুল গফুর গুলির পূর্ব মুহূর্তে শ্লোগান দেন “জয় বাংলা”
২১ এপ্রিল ১৯৭১ সালে ঈশ্বরগঞ্জে প্রবেশ করে পাক বাহিনী। ঈশ্বরগঞ্জ খেলার মাঠে তারুকান্দি ইউনিয়নের পুড়া বাইয়া আবদুল গফুরকে গুলি করলে সেখানেই তার মৃত্যু হয়। পাকিস্তানিদের গুলির পূর্ব মুহূর্তে সে “জয় বাংলা” ধ্বনি দিয়েছিলো।
এছাড়া একই দিনে শুকুর আলী, খুশির বাপ, টেলিফোন অপারেটর আবদুল মজিদ, বিপিন দাশ, প্রতাপ দাশ, ব্রজেন্দ্র দাশ, যতীন্দ্র ও ক্ষিতীশ চন্দ্রকে হত্যা করা হয়।
তথ্যসূত্রঃ মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস ময়মনসিংহ জেলা
বিশেষ দ্রষ্টব্যঃ পিনগুলো স্বেচ্ছাসেবকরা করেছেন, তথাপি তথ্য বা পিন সংক্রান্ত কোন মতামত বা সংশোধনীর ক্ষেত্রে নিচের লিংকে ইনবক্স করুন অথবা ইমেইল করে জানাতে পারেন।
আমাদের ফেসবুক পেইজঃ www.facebook.com/priyopins/
ইমেইল ঠিকানাঃ [email protected]
কৃতজ্ঞতায়ঃ মুক্তিপিন রিসার্চ টিম