আহমেদ সালিম : পাকিস্তানি কিন্তু মানুষ (সামহয়ার ইন ব্লগ থেকে)

২৭ মার্চ ১৯৭১ পশ্চিম পাকিস্তান । নিজ দেশের আরেকটি অংশে পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়াবহ গনহত্যা শুরু হয়ে গিয়েছে। কিন্তু বেশির ভাগ পাকিস্তানি র কাছে সেটা ছিল দেশকে রক্ষা করার জন্য কিছু দেশদ্রোহি হিন্দু কাফের ও নিচু শ্রেনির মুসলমান শায়েস্তা করা । আর দশটা দিনের মতই জীবন যাপন চলছিল স্বাভাবিক গতিতে ।এর মধ্যেও কবি আহমেদ সালিম তাঁর বাঙালী ভাইদের গনহত্যার খবর জেনে লাহোরে ক্ষীণভাবে হলেও তাৎপর্যময় প্রতিবাদ সংগঠনে ব্রতী হয়েছিলেন।
আহমেদ সালিম সেইসব বিরল পাকিস্তানিদের একজন, উন্মত্ততায় অন্ধ সমাজ বেষ্টনীতেও যাঁরা বিবাকের নির্দেশ বিস্মৃত হন নি এবং প্রবল বিরুদ্ধতার মধ্যেও সত্য প্রকাশে বিরত ছিলেন না। পূর্ব বঙ্গে গনহত্যার প্রতিবাদে তিনি সমমনা কবি ও বুদ্ধজীবীদের নিয়ে 27 মার্চলাহোরের রাস্তায় নগ্নপদে অবনত মস্তকে মিছিল করেন, এবং সেই দিনই একটি কবিতা লেখেন। যা তাঁকে কারাগারে নীত করেছিল:
হে লাল হুসেইন ! লালনের ভাই
জেগে ওঠ ! বাংলায় হত্যা করা হচ্ছে তোমার মধুদের
বারবার তারা গুলিবিদ্ধ করেছে লালনের গান
আটচল্লিশে, বায়ানো্নতে এবং তার পরেও
আর আজ প্রজ্বলন্ত
রবিঠাকুর ও নজরুলের গান
জেগে ওঠ লাল হুসেইন, মধু আজ নি:সঙ্গ,
আলিঙ্গন করো তাকে
তার দিকে ছুটে আসা বুলেটের মোকাবেলা করো
তোমার গান দিয়ে
জেগে ওঠ লাল হুসেইন
বাংলার দুলা ভাটিরা এগিয়ে আসছে
জেগে ওঠ কবি, কোথায় তোমার বন্দুক?
কবি আমার, মধু বিহনে রাত যে হয় দীর্ঘ
(অনুবাদ : মফিদুল হক)
তথ্যসুত্রঃ http://www.somewhereinblog.net/blog/abblog/28699892