ঈশ্বরগঞ্জের সোহাগি এলাকায় গণহত্যা

ঈশ্বরগঞ্জের সোহাগি এলাকায় গণহত্যা
পাকিস্তানীরা শুধু দোকানপাটে আগুন দিয়ে খান্ত হয়নি। ঈশ্বরগঞ্জের সোহাগি এল্কায় পাক বাহিনীর গুলিতে শহিদ হন তারা মিয়া, গোপাল কর, আ. রহমান। সরিষা ইউনিয়নে শহিদ হন আ লতিফ, আবদুল জব্বার সিহ অনেকে।
তথ্যসূত্রঃ মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস ময়মনসিংহ জেলা
বিশেষ দ্রষ্টব্যঃ পিনগুলো স্বেচ্ছাসেবকরা করেছেন, তথাপি তথ্য বা পিন সংক্রান্ত কোন মতামত বা সংশোধনীর ক্ষেত্রে নিচের লিংকে ইনবক্স করুন অথবা ইমেইল করে জানাতে পারেন।
আমাদের ফেসবুক পেইজঃ www.facebook.com/priyopins/
ইমেইল ঠিকানাঃ [email protected]
কৃতজ্ঞতায়ঃ মুক্তিপিন রিসার্চ টিম