চিতলমারি বধ্যভূমি

চিতলমারি বধ্যভূমি
বাগেরহাটের কচুয়া-মোল্লারহাট থানার কেন্দ্রস্থলে মধুমতি নদীর তীরে চিতলমারির অবস্থান। যুদ্ধচলাকালীন চিতলমারি কচুয়া থানার অন্তর্গত ছিল, বর্তমানে এটি পৃথক থানা। যুদ্ধ শুরুর প্রথম থেকেই এটি একটি মুক্তাঞ্চল ছিল। এখানে মুক্তিবাহিনীর ক্যাম্প ছিল। রাজাকারদের সহযোগিতায় একাত্তরের মে-তে পাকবাহিনী এখানে হামলা চালায়। পাকসেনারা চিতলমারি বাজার আগুনে ভস্মীভূত করে। তারা ২৫/৩০ জন লোককে হত্যা করে। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: বাগেরহাটের ইতিহাস, দ্বিতীয় খন্ড-ড. শেখ গাউস মিয়া, পৃ.-২৬৭-২৬৮; একাত্তরের বাগেরহাট – স্বরোচিষ সরকার, পৃ.-২৬১-২৬২)।
- - - সূত্রঃ
বধ্যভূমির গদ্য
Pinned by: সংগ্রামের নোটবুক (www.facebook.com/songramernotebook)
বিশেষ দ্রষ্টব্যঃ পিনগুলো স্বেচ্ছাসেবকরা করেছেন। তথাপি তথ্য বা পিন সংক্রান্ত কোন মতামত বা সংশোধনীর ক্ষেত্রে নিচের লিংকে ইনবক্স করুন অথবা ইমেইল করে জানাতে পারেন।
Facebook page link - https://www.facebook.com/priyopins/
E-mail address - [email protected]
ধন্যবাদান্তে - মুক্তিপিন রিসার্চ টিম।