জল্লাদ চান ও সুরুজ রাজাকার

জল্লাদ চান ও সুরুজ রাজাকার
মুক্তাগাছার ত্রাস চান ও সুরুজ রাজাকারের নেতৃত্বে গড়ে ওঠে জল্লাদ বাহিনী। তারা নন্দি বাড়ির আবদুল কুদ্দুস খলিফাকে ধরে এনে নির্মমভাবে নির্যাতন করে। স্কুল শিক্ষক আবুল কাশেম, কৃষক আইন উদ্দিনকে হত্যা করে। বনহারি মাষ্টারকে জবাই করে হত্যা করে তারা।
তথ্যসূত্রঃ মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস ময়মনসিংহ জেলা
বিশেষ দ্রষ্টব্যঃ পিনগুলো স্বেচ্ছাসেবকরা করেছেন, তথাপি তথ্য বা পিন সংক্রান্ত কোন মতামত বা সংশোধনীর ক্ষেত্রে নিচের লিংকে ইনবক্স করুন অথবা ইমেইল করে জানাতে পারেন।
আমাদের ফেসবুক পেইজঃ www.facebook.com/priyopins/
ইমেইল ঠিকানাঃ [email protected]
কৃতজ্ঞতায়ঃ মুক্তিপিন রিসার্চ টিম