তরাঘাট বধ্যভূমি

তরাঘাট বধ্যভূমি
মানিকগঞ্জের তরাঘাট অন্যতম একটি বধ্যভূমি। মানিকগঞ্জের ওপর দিয়ে প্রবাহিত ধলেশ্বরীর শাখা নদী কালীগঙ্গার তীরের তরাঘাট ছিল একটি বর্ধিষ্ণু জনপদ।
মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর সদস্যরা মানিকগঞ্জ সদর ও ঘিওর উপজেলার অসংখ্য মানুষকে হত্যা করে। জেলা মুক্তিযোদ্ধা জানান, হত্যার পর লাশগুলো তরাঘাট এলাকায় ধলেশ্বরীর শাখা নদী কালীগঙ্গায় ভাসিয়ে দেওয়া হতো।
অন্য সূত্রেও বলা হয়েছে-যুদ্ধকালে প্রতিদিন পাকসেনারা বিভিন্ন স্থান থেকে ১০/১২ জন করে মানুষ ধরে এনে তরাঘাটে হত্যা করত। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৩৫; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৬৫; মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খণ্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-২৪৩)।
- - - সূত্রঃ
বধ্যভূমির গদ্য
Pinned by: সংগ্রামের নোটবুক (www.facebook.com/songramernotebook)
বিশেষ দ্রষ্টব্যঃ পিনগুলো স্বেচ্ছাসেবকরা করেছেন। তথাপি তথ্য বা পিন সংক্রান্ত কোন মতামত বা সংশোধনীর ক্ষেত্রে নিচের লিংকে ইনবক্স করুন অথবা ইমেইল করে জানাতে পারেন।
Facebook page link - https://www.facebook.com/priyopins/
E-mail address - [email protected]
ধন্যবাদান্তে - মুক্তিপিন রিসার্চ টিম।