ফারুকের কোন খোঁজ পাওয়া যায়নি

ফারুক মোহাম্মদ ইকবালের (বাবুল) এখনো কোন খোঁজ পাওয়া যায়নি। কুখ্যাত বদরবাহিনীর লোকেরা গত ১২ই ডিসেম্বর বেলা সাড়ে বারোটায় তাকে তাদের ৮নং বকশী বাজার রোডস্থ বাসভবন থেকে ধরে নিয়ে যায়। ফারুক মোহাম্মদ ইকবাল (বাবুল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনীয়ার জনাব দবীর উদ্দিন আহমদের ছেলে। ফারুক ঢাকার শেখ বোরহানউদ্দিন কলেজের বি.এ. প্রথম বর্ষের ছাত্র ছিলেন এবং উক্ত কলেজের ক্রীড়া সম্পাদক ছিলেন। বাংলাদেশের ক্রীড়া জগতে তার যথেষ্ট সুনাম ছিল। মক জাতীয় প্রতিযোগিতায় তিনি বাংলাদেশের হয়ে জিমন্যটিক্সে অংশগ্রহণ করেছিলেন। কেউ তার কোন খোঁজ পেলে গেরিলা দফতর, সেক্টর-২, ১৫নং আউটার সার্কুলার রোড, ঢাকা-২ এই ঠিকানায় জানাতে অনুরোধ করা হয়েছে। ছবি ও তথ্যসূত্র: দৈনিক বাংলা, ০৪ জানুয়ারি, ১৯৭২ইং