মুক্তাগাছা থানায় পাক বাহিনীর হত্যাকাণ্ড

মুক্তাগাছা থানায় পাক বাহিনীর হত্যাকাণ্ড
মুক্তাগাছায় পাক বাহিনীর মত রাজাকারেরাও জনমনে আতঙ্কে দিনপাত করতে থাকে। স্বাধীনতাকামী মানুষদের বাড়িঘর লুটপাট এবং অগ্নিসংযোগ করে। এরা মুক্তগাছার নারায়ণ, নরেশ, সুরেশ, শচীন্দ্র পাল, সুনীলচন্দ্র, বিনি সাহা, মধু সাহা প্রমুখের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করে।
তথ্যসূত্রঃ মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস ময়মনসিংহ জেলা
বিশেষ দ্রষ্টব্যঃ পিনগুলো স্বেচ্ছাসেবকরা করেছেন, তথাপি তথ্য বা পিন সংক্রান্ত কোন মতামত বা সংশোধনীর ক্ষেত্রে নিচের লিংকে ইনবক্স করুন অথবা ইমেইল করে জানাতে পারেন।
আমাদের ফেসবুক পেইজঃ www.facebook.com/priyopins/
ইমেইল ঠিকানাঃ [email protected]
কৃতজ্ঞতায়ঃ মুক্তিপিন রিসার্চ টিম