মুক্তিযোদ্ধা সৈয়দা জ্যোৎস্না আরা নূর হাসি (১৯৫০-২০১০ )

সৈয়দা জ্যোৎস্না আরা নূর হাসির পৈত্রিক বাড়ি নোয়াখালী জেলার সেনবাগে। তাঁর পিতা মরহুম সৈয়দ মশাররফ হোসেন এবং মা সৈয়দা আরজাহান বেগম চৌধুরী। ১৯৭১ সালে জ্যোৎস্না আরা নূর হাসি ফেনী কলেজে পড়তেন। ১৯৭০ সালে নূর হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। ২৫ মার্চের পরে তিনি স্বামীর সঙ্গে ভারতের ত্রিপুরা চলে যান এবং যুদ্ধক্ষেত্রে মুক্তিযোদ্ধা নূর হোসেনের সঙ্গী হিসেবে নানাভাবে মুক্তিযোদ্ধাদের সেবা ও সহযোগিতা করেন। হাসি গ্রেনেড নিক্ষেপসহ অন্যান্য গেরিলা প্রশিক্ষণ গ্রহণ করেন। সৈয়দা জ্যোৎস্না আরা নূর হাসির নানা ছিলেন আনন্দপুর গনহত্যার শিকার হোসেন উদ্দিন আহম্মদ চৌধুরী। তাঁকে ও তার কয়েকজন আত্মীয়কে পাকসেনারা নির্মমভাবে হত্যা করে।
স্বাধীনতার পরে ১৯৭২ সালে জ্যোৎস্না আরা নূর হাসি ফেনী কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৭৩ সালে স্বামী নূর হোসেনের মৃত্যুর পরে তাঁর ভাই নূর উন নবীর সঙ্গে হাসির বিয়ে হয়। তাঁদের দুই কন্যা ও এক পুত্র সন্তান আছে। ২০১০ সালের ১৬ মার্চ তাঁর মৃত্যু হয়। তথ্যঃ মুক্তিযোদ্ধা নূর উন নবী ভূঁইয়ার সাক্ষাৎকার থেকে প্রাপ্ত।