লোকসভার ৪৫০ এর বেশি সদস্যের পক্ষ থেকে মুজিবকে মুক্তির দাবী জাতিসঙ্ঘ মহাসচিবের কাছে

লোকসভার ৪৫০ এর বেশি সদস্যের পক্ষ থেকে মুজিবকে মুক্তির দাবী জাতিসঙ্ঘ মহাসচিবের কাছে ৬ আগষ্ট ১৯৭১ ভারতীয় সংসদে (লোকসভা) সাড়ে চারশ’য়েরও বেশী সদস্য জাতিসংঘ মহাসচিব উথান্টের কাছে লিখিত এক স্মারকলিপিতে পাকিস্তানের কারাগারে শেখ মুজিবুর রহমানের প্রহসন বিচার বন্ধ করার জন্য দাবী জানান। তাঁরা (সাংসদগণ) বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবের নিঃশর্ত মুক্তি দাবি করেন। (মর্নিংষ্টার) - - - সূত্রঃ একাত্তরের দশ মাস - রবীন্দ্রনাথ ত্রিবেদী Pinned by: সংগ্রামের নোটবুক (www.facebook.com/songramernotebook) বিশেষ দ্রষ্টব্যঃ পিনগুলো স্বেচ্ছাসেবকরা করেছেন। তথাপি তথ্য বা পিন সংক্রান্ত কোন মতামত বা সংশোধনীর ক্ষেত্রে নিচের লিংকে ইনবক্স করুন অথবা ইমেইল করে জানাতে পারেন। Facebook page link - https://www.facebook.com/priyopins/ E-mail address - [email protected] ধন্যবাদান্তে - মুক্তিপিন রিসার্চ টিম।