সাতানিখিল খাল বধ্যভূমি

সাতানিখিল খাল বধ্যভূমি
মুন্সীগঞ্জ সদর উপজেলার সাতানিখিল খাল বধ্যভূমি (কেওয়ার খাল বধ্যভূমি) এখানে ১৪ জন বুদ্ধিজীবীকে হত্যা করে ফেলে রাখা হয়। লাশগুলো সৎকার করারও সাহস পায়নি কেউ। এ কথা বলে জানান মুক্তিযোদ্ধা মো. ইকবাল হোসেন ও মুক্তিযোদ্ধা আবদুল খালেক আলো। মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত অন্যসুত্রে বলা হয়েছে-মুন্সীগঞ্জের কেওয়াড় গ্রামের পাশে খাল রয়েছে। স্বাধীনতা যুদ্ধের পর এই খালের আশেপাশে অসংখ্য নরকঙ্কাল ছড়িয়ে থাকতে দেখা যায়। তার মধ্যে হরিপদ মজুমদার নামের একজনের কঙ্কালকে চিহ্নিত করা যায়। (সূত্র: দৈনিক সংবাদ, ১১ ফেব্রুয়ারি ১৯৭২; বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র, অষ্টম খন্ড – হাসান হাফিজুর রহমান সম্পাদিত, পৃ.-৪২৭)
- - - সূত্রঃ
বধ্যভূমির গদ্য
Pinned by: সংগ্রামের নোটবুক (www.facebook.com/songramernotebook)
বিশেষ দ্রষ্টব্যঃ পিনগুলো স্বেচ্ছাসেবকরা করেছেন। তথাপি তথ্য বা পিন সংক্রান্ত কোন মতামত বা সংশোধনীর ক্ষেত্রে নিচের লিংকে ইনবক্স করুন অথবা ইমেইল করে জানাতে পারেন।
Facebook page link - https://www.facebook.com/priyopins/
E-mail address - [email protected]
ধন্যবাদান্তে - মুক্তিপিন রিসার্চ টিম।